রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মো. আশিক নামে এক তরুণ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তার মৃত্যুর কথা জানান। 

আশিকের বান্ধবী লাবন্য আক্তার ঢাকা পোস্টকে বলেন, বিজয় দিবসে আমি ও আশিক ঘুরতে বের হই। খিলগাঁওয়ের বাগিচা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় আশিক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে মারা গেছে।  

রাজধানীর উত্তরার একটি কনফেকশনারিতে কাজ করতেন আশিক। তিনি সেখানে সিরাজ মার্কেট এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. জামাল উদ্দিন। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/আরএইচ