সকাল সাড়ে ১০টার দিক থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা

রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 

আজ (রোববার) সকাল সাড়ে ১০টার দিক থেকে ওই সড়ক অবরোধ করে রেখেছেন তারা। শ্রমিকদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়ে ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে গত বৃহস্পতিবার হঠাৎ করেই কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। এই শ্রমিকরা গত কোরবানি ঈদে বোনাস পাননি বলেও অভিযোগ করেছেন। 

এখন তারা বলছেন মালিকপক্ষের কারো কাছ থেকে বকেয়া বেতন-ভাতার বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ার আগে তারা সড়ক ছাড়বেন না।  

শ্রমিকরা বলছেন মালিকপক্ষের কাছ থেকে বকেয়া বেতন-ভাতার বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ার আগে তারা সড়ক ছাড়বেন না

মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মো. মাহতাব উদ্দিন জানান, শ্রমিকরা মালিকের উপস্থিতিতে সুরাহা চায়। আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছি। তিনি আসবেন বলে জানিয়েছেন। বিজিএমইএ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। সবপক্ষের অংশগ্রহণে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে ব্যস্ত এই সড়কে শ্রকিদের বিক্ষোখের কারণে প্রায় একঘণ্টা ধরে যানচলাচল বন্ধ রয়েছে। যে কারণে মিরপুর-১০, মিরপুর-১ ও রুপনগর এলাকার যানবাহনগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। 

• এই প্রতিবেদনের পরবর্তী আপডেট : আশ্বাসেও সড়ক ছাড়ছে না শ্রমিকরা 

জেইউ/এনএফ