খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ সৃষ্টির লক্ষে শিশুদের জন্য মোবাইল প্লে-গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর শঙ্করের নিরিবিলি হাউজিং সোসাইটিতে এ মোবাইল প্লে-গ্রাউন্ডের উদ্বোধন করা হয়। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড, নিরিবিলি হাউজিং বাড়ি মালিক সমিতি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এটি উদ্বোধন করা হয়।

প্রতি বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নিরিবিলি হাউজিং সোসাইটিতে ছবি আঁকা, হস্তশিল্প, সামাজিকীকরণসহ দাবা, লুডু, ক্যারাম, দড়ি লাফ, ব্যাডমিন্টন খেলা ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিয়মিত মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজিত হবে। 

আয়োজকরা বলেন, রাজউকের একটি সমীক্ষায় দেখা গেছে, রাজধানীর দুই সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ডের ৩৭টিতে কোনো খেলার মাঠ বা পার্ক নেই। শিশুদের খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ সৃষ্টি জন্য এলাকাভিত্তিক মোবাইল প্লে-গ্রাউন্ড তৈরি একটি কার্যকর সমাধান। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে সম্প্রীতি গড়ে ওঠার মাধ্যমে একটি প্রাণবন্ত ও বাসযোগ্য শহর গড়ে উঠবে।

 

উদ্বোধনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন বলেন, আমাদের নগরবাসীর জন্য পর্যাপ্ত মাঠ-পার্ক নেই। যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। এলাকাভিত্তিক অব্যবহৃত বা স্বল্প ব্যবহৃত স্থানগুলোতে মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজন করে একটি নির্দিষ্ট সময়ের জন্য খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ সৃষ্টি করা হলে শিশু, নারী, বয়স্ক ব্যক্তিরা উপকৃত হবেন। ৩৪ নং ওয়ার্ডের এ কার্যক্রমটি অন্যান্য ওয়ার্ডের জন্য একটি অনুসরণীয় উদাহরণ। প্রতিটি ওয়ার্ডে এ ধরণের কার্যক্রম আয়োজিত হলে নগরবাসী উপকৃত হবেন এবং একটি প্রাণবন্ত ও বাসযোগ্য শহর গড়ে উঠবে।

আয়োজকরা বলেন, ঘরবন্দি জীবনে আমাদের শিশুরা হাঁপিয়ে উঠেছে। করোনাকালে দীর্ঘদিন ঘরে থাকার ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজনটি তাদের শরীর চর্চা, সামাজিকীকরণ ও মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যাপ্ত খেলাধুলার সুযোগ না পাওয়ায় শিশুদের মধ্যে কম্পিউটার-মোবাইলসহ বিভিন্ন ডিভাইসের প্রতি আসক্তি বেড়ে গেছে। করোনাকালীন অনলাইনে ক্লাস করার কারণে এ সমস্যা বহুগুণে বেড়ে গেছে। এলাকাভিত্তিক মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য খেলাধুলার সুযোগ তৈরি হলে এ সমস্যা অনেকটাই সমাধান করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, নিরিবিলি হাউজিং সোসাইটির সভাপতি হাসান তারিক বাবু, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এম এ মান্নান মনির প্রমুখ।

এএসএস/আইএসএইচ