সাভারের বনগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘এক বেলা আহার’ সংগঠন।

শনিবার (২৫ ডিসেম্বর) প্রায় ২০০ প্রতিবন্ধী পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় এলাকার বিশিষ্টজন এবং এক বেলা আহার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে নিজেদের খুশির কথা জানান স্থানীয়রা।

আয়োজনের সমন্বয়কারী মোহাম্মদ রেদওয়ান আতিক জানান, আমরা খুবই স্বল্প পরিসরে অল্পকিছু মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এই শীতে অনেক মানুষ গরম কাপড়ের অভাবে আছেন। অনেকের সামর্থ্য নেই শীতের কাপড় কেনার। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এজন্য আমাদের বন্ধু-বান্ধবসহ অনেকে সহায়তার হাত বাড়িয়েছেন।

তিনি জানান, এ প্রতিবন্ধীদের বেশির ভাগই সাভার এলাকার। তারা আগে বিভিন্ন কলকারখানার শ্রমিক ছিলেন। এক সময় সুস্থ জীবন-যাপন করতেন। কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। এখন অন্যের সাহায্য তাদের দরকার।

শীতবস্ত্র পাওয়া এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান, ‘এই গরম কাপড় পেয়ে আমার অনেক উপকার হলো বাজান, আপনাদের জন্য দোয়া করি।’

মানবিক এ আয়োজনে সেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন মো. যুবায়ের আতিক রিজভি, ফজলুর রহমান রুবেল, এম এইচ মতিন ও মো. আশরাফুল আলম।

এই শীত মৌসুমে গরীব ও অসহায় মানুষদের জন্য এমন আরও কিছু সহায়তা কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছেন এক বেলা আহারের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা।

আইএসএইচ