শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংগৃহীত ছবি

আরও এক বছর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক থাকছেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে রোববার (৩১ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে আগামী ৩ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে নতুন নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। 

আবুল কালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

এসএইচআর/এইচকে