শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি: সংগৃহীত ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকের শুরুতে ভারতের পোস্টাল বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ওপর স্ট্যাম্প উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধু-বাপু (মহাত্মা গান্ধী) ডিজিটাল মিউজিয়ামের ওপর একটি প্রমো প্রদর্শন করা হবে।
বিজ্ঞাপন
এছাড়া ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন সংযোগ একটি ট্রেন ফ্ল্যাগঅফের মাধ্যমে ফের চালু হবে।
বৈঠকে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এগুলো হচ্ছে-হাতি সংরক্ষণ, বরিশালে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও জ্বালানি সহযোগিতা (হাইড্রোকার্বন)।
বিজ্ঞাপন
দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে স্ব স্ব মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী চুক্তিগুলো স্বাক্ষর করবেন।
তবে বৈঠকে ৬টির মতো চুক্তি স্মারক স্বাক্ষরিত হবে বলে সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গত রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই সরকার প্রধানের বৈঠকে দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে।
দুই নেতার এ বৈঠকে ঢাকা পানি বণ্টন সমস্যা, সীমান্ত হত্যা বন্ধসহ বড় সব বিষয় আলোচনায় তুলবে।
এনআই/জেডএস