বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন আরটি-পিসিআর ল্যাব স্থাপন করল চট্টগ্রামের মুরাদপুর এ এইচ পেরাগন টাওয়ারে অবস্থিত এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনিস্টক সেন্টার।

চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে যাত্রা শুরু করল এ আরটি-পিসিআর ল্যাবটি। প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি থেকে বাঁচাতে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এ উদ্যোগ নেয় বলে জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী। 

সোমবার (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, শতভাগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পথচলার শুরু থেকে স্বল্প খরচে সুনাম ও সফলতার সঙ্গে স্বাস্থ্যসেবা পরিচালনা করে আসছে। বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে বিদেশগামী যাত্রীদের বাধ্যতামূলক করোনার আরটি-পিসিআর টেস্ট করাতে হয়। প্রবাসীদের পিসিআর টেস্ট নিয়ে ভোগান্তির শেষ নেই। এই ভোগান্তি নিরসনে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের কথা বিবেচনা করে বিদেশ গমনেচ্ছুক যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ দেওয়ার জন্য আরটি-পিসিআর টেস্ট করার জন্য আমরা অনুমোদন পেয়েছি।

কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। জেনারেল রিপোর্ট দেওয়া হবে ১২-১৮ ঘণ্টায়, স্ট্যান্ডার্ড রিপোর্ট দেওয়া হবে ৬-৮ ঘণ্টায় ও ভিআইপিদের জন্য ৩ ঘণ্টায় রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি আরও বলেন, এসব সুযোগ সুবিধা নিয়ে প্রবাসী ভাইবোনদের ভোগান্তি কমানোর লক্ষ্যে শিগগিরই আরো একটি অনুষ্ঠানের মাধ্যমে আরটি-পিসিআর টেস্ট পরীক্ষা কার্যক্রম উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি, মোহাম্মদ আলী, রফিকুল আলমসহ কর্মকর্তারা।

জেডএস