বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার/ ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্রনাথ মজুমদারকে।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সুরাইয়া আখতার জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ধীরেন্দ্রনাথ মজুমদারকে রেলওয়ের মহাপরিচালকের (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, রেলওয়ের সদ্য বিদায়ী মহাপরিচালক মো. শামছুজ্জামানের মেয়াদ শেষ হয় (রোববার) ৩১ জানুয়ারি। শনিবার (৩০ জানুয়ারি) তিনি অবসরে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতির বিষয়টি সংশ্লিষ্টদের জানান। অনেকে ধারণা থেকে বলে আসছিলেন, মো. শামছুজ্জামান রেলের ডিজি পদে থাকার জন্য চেষ্টা করে আসছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি এই পদে থাকছেন না।

তার অবসরে যাওয়ার পরই পদোন্নতির মাধ্যমে নতুন কাউকে এ পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আলোচনায় ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্রনাথ মজুমদার, মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ ও অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী। তাদের মধ্য থেকে ধীরেন্দ্রনাথ মজুমদারকে রেলের ডিজি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।

পিএসডি/এফআর