রাজধানীর লালবাগে হোসেন উদ্দিন লেনে স্বামীর বকুনিতে ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান ফারজানা আগেই মারা গেছেন।

নিহতের স্বামী অপু বলেন, আমার ৪ বছরের একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। একটি বিষয় নিয়ে বাচ্চা ও বাচ্চার মাকে একটু রাগ করি।পরে সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে ডাকাডাকি করলেও সে আর দরজা খোলে না। পরে দরজা ভেঙে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলছে। এরপর তাকে তাড়াতাড়ি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলেও বাঁচাতে পারিনি।

তিনি আরও বলেন, স্বামী ও স্ত্রীর মধ্যে অনেক সময় কথা কাটাকাটি হতে পারে, ঝগড়াও হয়। কিন্তু সে যে এমন কাজ করবে তা আমি বুঝতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছিল। তারা তদন্ত করে দেখছে।

এসএএ/এইচকে