জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন - ছবি : ঢাকা পোস্ট

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীর পেছন থেকে মীম নামে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিকেল ৫টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সাবেক ছাত্রনেতা রুহুল আমীন বলেন, এই মৃত্যু মেনে নেওয়া যায় না। মীমের এই পরিণতি সমগ্র বাংলাদেশকেই লজ্জিত করে। আমরা দেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের বিচার চাই।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী কেএম মুত্তাকী মানববন্ধনে বলেন, মীম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনীর ভেতরেও তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়, এমন ঘটনাও আমরা দেখেছি। এই ধরনের ঘটনাপ্রবাহ সমাজ এবং রাষ্ট্রে বিরাজমান বিচারহীনতা এবং সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের কারণেই হচ্ছে। এই অবক্ষয়ের দায় শাসকশ্রেণির। 

মানববন্ধনে দেশের সর্বস্তরে নারী-পুরুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। এ সময় বক্তারা রাষ্ট্রীয় ক্ষমতাকাঠামো পরিবর্তের লড়াই বেগবান করার আহ্বান জানান। মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আসমানী আশার সঞ্চালনায় চারুকলা বিভাগের শিক্ষার্থী সাফিয়া নূরসহ বক্তব্য রাখেন আরও অনেকে।

এইচকে