প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় মাদক ব্যবসায়ীর গুলিতে উজ্জল হোসাইন খান নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির কাছেই এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে।

এএসআই উজ্জলকে পায়ে ও মাথায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন ঢাকা পোস্টকে জানান, রায়েরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জল হোসাইন খান মাদক ব্যবসায়ীর গুলিতে আহত হয়েছেন। পুলিশ ফাঁড়ির কাছেই এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গেলে তাকে উদ্দেশ করে গুলি চালানো হয়।

এ সময় ইব্রাহিম চৌধুরী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি রিভলবার ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ডিসি ওয়ালিদ বলেন, এএসআই উজ্জল সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।

জেইউ/জেডএস