ডিএমপির ঊর্ধ্বতন ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বুধবার (৩ ফেব্রুয়ারি) এক প্রেস বার্তায় গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।
বিজ্ঞাপন
আদেশ অনুযায়ী- ডিএমপির উপ-কমিশনার (ডিসি-অপারেশনস) প্রবীর কুমার রায়কে ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলোপমেন্ট বিভাগে, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনকে লজিস্টিক বিভাগে, লজিস্টিক বিভাগের এডিসি মাহবুবুল হক সজীবকে ডিবি-গুলশান বিভাগে, ট্রাফিক-ধানমন্ডি জোনের এসি মো. আকরাম হোসেনকে প্রটেকশন বিভাগে, প্রটেকশন বিভাগের এসি বিপ্লব কুমার রায়কে ট্রাফিক-ওয়ারী জোনে, ডিএমপির পরিবহন বিভাগের এসি মো. জাহিদ হাসানকে ট্রাফিক ধানমন্ডি জোনে, ডিএমপির এসি চাতক চাকমাকে কাউন্টার টেররিজমের সিটি- ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে ও এসি শইমী ইমতিয়াজকে পরিবহন বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি পদের ৩১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলিকৃতদের মধ্যে দুইজন ডিআইজি ও ২৯ জন অতিরিক্ত ডিআইজি।
বিজ্ঞাপন
এআর/ওএফ