পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম

স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে বিশেষ আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টেলিফোনে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিমের সঙ্গে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুই মন্ত্রী স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়। টুইটে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। উভয় মন্ত্রী সদ্য শেষ হওয়া বছরের শেষের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর সফল হয়েছে উল্লেখ করে প্রশংসা করেন।

মোমেন-নাসিম দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে বিশেষভাবে আলোচনা করেন।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশটি সফরে গেলে ঢাকা ও মালের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তিসহ স্বাস্থ্যসেবা ও চিকিৎসাবিজ্ঞান (নবায়ন) সমঝোতা স্মারক এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক সই হয়।

এনআই/আরএইচ