আতিকুর রহমান সুইট

উগ্রবাদ প্রচারের অভিযোগে আতিকুর রহমান সুইট (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। পুলিশের দাবি, আটক সুইট নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য।

অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, এটিইউর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাভারের রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকা থেকে সুইটকে আটক করে। তার বাড়ি পাবনার আমিনপুরের আহম্মেদপুরে। তিনি সাভার ইমপেক্স ল্যাবরেটরি কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার জানান, আটক আতিকুর রহমান সুইট রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আল্লাহর দলের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করেন। তাকে ডিএমপির তেজগাঁও থানায় গত বছরের ৪ ফেব্রুয়ারি দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেইউ/আরএইচ