অবৈধ কয়েল উৎপাদন করা কারখানায় বিএসটিআই-এর অভিযান

অনুমোদন ছাড়াই উৎপাদন করে অবৈধভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে কয়েল বাজারজাত করে আসছিল লামিয়া সুপার মশার কয়েল নামক একটি প্রতিষ্ঠান।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে বিএসইটিআই।

পুলিশের সহযোগিতায় বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

বিএসটিআই-এর সার্টিফিকেশন মার্কস উইং পরিচালক মো. সাজ্জাদুল বারী জানান, মোহাম্মদপুর চাঁদ উদ্যান হাউজিং এলাকার ওই প্রতিষ্ঠানটি লামিয়া সুপার, লামিয়া তুলসীপাতা, লামিয়া গোল্ড, লামিয়া জাম্বো, লামিয়া এমিয়া কিং নামে কয়েল উৎপাদন বিক্রি করে আসছিল।

লাইসেন্স না থাকলেও মশার কয়েল পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই-এর লোগো/মনোগ্রাম ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করে আসছিল। যা বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন। অভিযানে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের এক ট্রাক মালামাল জব্দ করা হয়।

অভিযানে বিএসটিআই-এর প্রসিকিউটিং অফিসার হিসেবে এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) সিকান্দার মাহমুদ উপস্থিত ছিলেন।

জেইউ/এফআর