খেলার মাঠে আর কোনো গরুর হাট ও কোনো অনুষ্ঠানের হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নগরভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএসসিসি মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে আমরা ওয়ার্ডভিত্তিক উন্মুক্ত মাঠ করতে চাই। এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আমরা আরও উপলব্ধি করতে পেরেছি আমাদের মাঠের কতটা সংকট। এছাড়া আমরা খেলার মাঠে আর কোরবানির হাট বা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করতে দেব না। মাঠগুলো শুধু খেলার জন্যই উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএসসিসির আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১০ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান এবং ১৫ মার্চ সমাপনী অনুষ্ঠান হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ ডিএসসিসি কর্মকর্তারা এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এএসএস/এফআর