মোহাম্মদপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হউজিংয়ের পাশের নজরুল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হউজিংয়ের পাশের নজরুল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে আমাদের ৪টি ইউনিট রওয়ানা হলে পরে দুইটি ইউনিট ফিরে আসে আগুন ছোট হওয়ায়। আমাদের ২টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রতিটি অগ্নিকাণ্ডের পর আমাদের একটা তদন্ত কমিটি গঠিত হয়। এই তদন্ত কমিটির প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে আসলে কী কারণে বস্তিতে আগুন লাগে। এছাড়া ঘটনাস্থলে আমাদের লোকজন রয়েছে, তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বলা যাচ্ছে না।
বিজ্ঞাপন
এর আগে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মোহাম্মদপুরের এই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ঘটনাস্থলের উদ্দেশ্যে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওনা হলেও পরবর্তীতে দুইটি ইউনিট ফিরে আসে আর বাকি দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই বস্তিতে বসবাসকারী উজ্জ্বল নামে একজন সবজি বিক্রেতা বলেন, তারসহ মোট ৫টি ঘর আগুনে পুড়েছে। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘আমি দোকানে ছিলাম, এসে দেখি আগুন জ্বলছে। খালের পানি দিয়ে আগুন নিভিয়েছি। আগুন নেভানোর পরে ফায়ার সার্ভিসের লোকজন আসে।’
এমএসি/এনএফ