সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের স্পিকার সাকার গোবাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। সম্প্রতি আবুধাবির এফএনসি ভবনে এই সাক্ষাৎ হয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ফেব্রুায়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, সাক্ষাতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় জাতীয় সংসদ ও এফএনসি এবং দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিসহ সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

আমিরাতের স্পিকার দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন, সফর ও মত বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত জাফর শিক্ষা, জনস্বাস্থ্য, খাদ্য উৎপাদন, নারীর ক্ষমতায়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের বিষয়টি তুলে ধরেন। এছাড়া করোনা নিয়ন্ত্রণ ও করোনাকালীন অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর সফলতার বিষয়টিও তুলে ধরেন রাষ্ট্রদূত।

বৈঠকে স্পিকার ও রাষ্ট্রদূত জনশক্তি রপ্তানি, খাদ্য নিরাপত্তা, বিনিয়োগ ইত্যাদি খাতে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

এ সময় আমিরাতের স্পিকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক বিভিন্ন খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত আমিরাতের স্পিকারকে স্পিকার ড. শিরিন শারমিনের শুভেচ্ছা পৌঁছে দেন। তার পক্ষ থেকে আমিরাতের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

উল্লেখ্য, এফএনসির সদস্য সংখ্যা ৪০ জন। যার মধ্যে ২০ জন সরাসরি ভোটে ও অপর ২০ জন বিভিন্ন এমিরেটসের শাসকদের মনোনীত। মোট সদস্যের অর্ধেক যাতে নারী সদস্য থাকেন তা বিধির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

এনআই/ওএফ