মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তর-পশ্চিমে দেখা দিয়েছে মেঘ। এর প্রভাবে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতের শেষ ভাগে রংপুর বিভাগে নামতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এ সময় কমে যেতে পারে তাপমাত্রা। এছাড়া ধীরে ধীরে বৃষ্টিপাতের এলাকাও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শৈত্যপ্রবাহ প্রায় কেটে গেছে। দু-এক জায়গায় থাকলেও তা আর দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। এখন উত্তরের আকাশে হালকা মেঘ জমেছে। শীত মৌসুমে সাধারণত বৃষ্টির দেখা মেলে না। তবে শুক্রবার দিনগত রাতের শেষ সময়ে বৃষ্টির দেখা পাবেন রংপুরবাসী।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করে এ আবহাওয়াবিদ বলেন, গত কয়েকদিনের চেয়ে আজ তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তবে কাল-পরশু ও সোমবার বৃষ্টির সম্ভাবনা আছে। এ বৃষ্টিপাত শেষ হলে আবার তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুরের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা কিছু বাড়তে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীমঙ্গল, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলে মৃদু আকারে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ শেষ হওয়ার সম্ভাবনা আছে।

ঢাকায় বাতাসের গতি রয়েছে ঘণ্টায় ৫ কি.মি.। শুক্রবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ, বিকালের আর্দ্রতা ২৪ শতাংশ ছিল। শনিবার (৬ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে। 

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসের শেষ দিকে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী এক-দুদিন হালকা বৃষ্টিপাত হবে উত্তর-পশ্চিম এলাকায়। তবে চলতি মৌসুমে আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস।

একে/এইচকে