‘ছো মেরে মোবাইল ছিনতাই’ চক্রের সাত সদস্য আটক
র্যাবের হাতে আটক ছিনতাইকারীরা/ ছবি- ঢাকা পোস্ট
রাজধানীর মোহাম্মদপুর এবং আদাবর থানা এলাকা থেকে ছিনতাই চক্রের সক্রিয় সাত সদস্যকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা দুটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মাপুন জানান, রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা ও আদাবরের শনিবিল হাউজিং এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে র্যাব-২-এর আভিযানিক দল ঘটনাস্থলে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছিনতাই চক্রের সাতজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন- মো. বশির (৩৮), মো. আব্দুল আহাদ (২২), মো. আবু ছালেক (৩৪), মো. জামাল (৩১), মো. গিয়াস উদ্দিন (৩০), মো. রাকিব (১৯) ও মো. আকবর হোসেন (২০)। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই চালিয়ে আসছেন। আটকরা সবাই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। বিশেষ করে চলন্ত গাড়িতে অবস্থানরত মানুষের মোবাইল, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ ছোট ছোট জিনিসপত্র হঠাৎ করে টান দিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
এছাড়া তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা বিবেচনায় র্যাব-২ এ ধরনের ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযান চলমান রাখবে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
বিজ্ঞাপন
জেইউ/এইচকে