মাতুয়াইলে ভুসির মিলে আগুন
প্রতীকী ছবি।
রাজধানীর মাতুয়াইলে একটি ভুসির মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। রাত ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মাতুয়াইলে ভুসির মিলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
জেইউ/এইচকে