প্রযুক্তিগত সেবা সহজ করতে সরকারি দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার সঙ্গে বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মিল্ক ভিটা প্রতিষ্ঠানের কর্মীরা বিশেষ মূল্যে মোবাইল সমস্যার সমাধান পাবেন।

মিল্ক ভিটার ডেপুটি সেক্রেটারি ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন এবং গ্রামীণফোনের হেড অব স্ট্রাটেজি ও গভঃ একাউন্টস নুরুল ফেরদউস মুসান্না নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) তেজগাওঁয়ে মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় গ্রামীণফোন মিল্ক ভিটার কর্মীদের ডিজিটাল মনিটরিং সিস্টেমের জন্য বিশেষ মূল্যে মোবাইল সমস্যার সমাধান দিবে। ভবিষ্যতে গ্রামীণফোন মিল্ক ভিটার কৃষকদের জন্য ডিজিটাল লাইভস্টক সল্যুশান নিয়ে আসবে যা কৃষকদের দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলতে সহায়তা করবে।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ডিজিটাইজেশনের নতুন যুগে প্রবেশ করছে। আর এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার মাধ্যমে পার্টনার ও গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে দেশজুড়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। যা ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা উন্মোচনে সহায়তা করবে। আর এ যাত্রা সফল করতে সম্প্রতি মিল্ক ভিটার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন।

অনুষ্ঠানে মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন, আমাদের প্রযুক্তিসেবার পার্টনার হিসেবে গ্রামীণফোনকে পেয়ে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি মিল্ক ভিটা সর্বোচ্চ মোবাইল সেবা পাবে। ভবিষ্যতে মিল্ক ভিটার কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রামীণফোন নতুন ডিজিটাল সল্যুশান নিয়ে আসবে। আমরা গ্রামীণফোনের কাছ থেকে ভবিষ্যতে আরও উদ্ভাবনী সেবা প্রত্যাশা করছি।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করে গ্রামীণফোন সব সময় প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য নিয়ে আসে। এই চুক্তিটি লাইভস্টক সেক্টরকে ডিজিটালাইজেশানের মাধ্যমে সত্যিকারভাবে সামাজিক ক্ষমতায়নের একটি উদাহরণ। ডিজিটাল বাংলাদেশের কানেক্টভিটি পার্টনার হিসেবে দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে মবিলিটি ও আইসিটি সল্যুশান প্রদানে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে মিল্ক ভিটার জয়েন্ট সেক্রেটারি ও ম্যানেজিং ডাইরেক্টর অমর চান বণিক, গ্রামীণফোনের স্ট্রাটেজিক একাউন্ট ম্যানেজার এসএম জাহিদ আল মামুন উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিক্যাশন্স মুহাম্মদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

একে/ওএফ