দীর্ঘদিন কাজের পর নিয়োগ পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। দ্রুততম সময়ের মধ্যে তাদের চাকরি নিয়মিত করায় উপাচার্যকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। আমরা আজকের অবস্থানে কেউ থাকতাম না। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়কে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের রোগীরা যাতে দেশেই সেবা নিতে পারেন, চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশাও তাই।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে আরও বেশি বেশি করে কাজ করতে হবে। যাদের চাকরি এখনও নিয়মিত করা যায়নি, তাদেরও চাকরি নিয়মিত করা হবে। তবে সবাইকে কাজের মাধ্যমে সঠিক যোগ্যতার প্রমাণ দিতে হবে।

তিনি বলেন, আমাদের অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে চলতে হবে। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

উপাচার্য আরও বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নিয়ে রোগীদের প্রত্যাশা আরও বেড়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ভিআইপি রোগীদের সেবাগ্রহণের প্রবণতা বেড়েছে। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৯ হাজার রোগী সেবা নিচ্ছেন। বর্তমানে রোগীদের ভোগান্তি দূর হয়েছে। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমরা কেউ যেন রোগীদের সঙ্গে কোনোরকম খারাপ আচরণ না করি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জুয়েল। এ সময় আরও বক্তব্য দেন ৩য় শ্রেণির কর্মচারী মো. জায়েদুল হক, ৪র্থ শ্রেণির কর্মচারী মো. লোকমান হোসেন, মো. জাকির প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, তৃতীয় ও ৪র্থ শ্রেণির প্রায় ৯শ কর্মচারীর চাকরি নিয়মিত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। চাকরি নিয়মিত করায় বিশ্ববিদ্যালয়ে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কর্মচারীদের চাকরি নিয়মিত করায় উপাচার্যের প্রতি কর্মচারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপাচার্য ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

টিআই/এসএসএইচ