সচিবালয় ক্লিনিকে টিকা নিলেন ১৬৭ কর্মকর্তা-কর্মচারী
সচিবালয়ে অবস্থিত ক্লিনিকে করোনার টিকা নিয়েছেন ১৬৭ জন কর্মকর্তা-কর্মচারী। টিকা নেওয়াদের মধ্যে রয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় টিকা নেওয়ার কার্যক্রম। বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত। সচিবালয় ক্লিনিকে মোট ১২ দিন চলবে এ টিকাদান কর্মসূচি।
বিজ্ঞাপন
দুপুর ১টায় টিকা নেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। টিকা নেওয়ার অনুভূতি অন্যান্য টিকার মতোই বলে জানান তিনি। মন্ত্রী বলেন, সব পর্যায়ে টিকাদান ব্যবস্থাপনা সন্তোষজনক। মন্ত্রী-এমপিরা অনেকেই টিকা নিচ্ছেন, অপপ্রচারকারীরা ব্যর্থ হয়েছে। জনগণকে নির্দ্বিধায় টিকা নেওয়ার জন্য এসময় আহ্বান জানান মন্ত্রী।
টিকাদান কর্মসূচি শেষ হওয়ার পর বিকেলে সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আজকে আমরা ২০০ জনের প্রত্যাশা করেছিলাম। এর মধ্যে টিকা নিয়েছেন মোট ১৬৭ জন কর্মকর্তা-কর্মচারী। তিনি আরও বলেন, আগামীকাল থেকে ৩০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবালয় ক্লিনিকে মোট ১২ দিন চলবে এ কার্যক্রম।
বিজ্ঞাপন
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে রোববার সারাদেশের এক হাজার ৫টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কার্যক্রমের উদ্বোধনের পর টিকা নিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রিপরিষদের সদস্য ও সচিব। বিভিন্ন হাসপাতাল থেকে তারা করোনার টিকা নিয়েছেন।
আজ মন্ত্রীদের মধ্যে প্রথম টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি টিকা নেন।
এছাড়া কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল করোনার টিকা নিয়েছেন।
সচিবদের মধ্যে টিকা নিয়েছেন- মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।
এসএইচআর/জেডএস