ধানমন্ডির কার্যালয়ে প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ড পৌঁছে দিল বিএনপি
বছরব্যাপী সুবর্ণজয়ন্তী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত কার্ড দিয়েছে বিএনপি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য রেয়াজুল কবির কাওসারের হাতে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল কার্ড দিয়ে আসেন।
কার্ড নিয়ে যাওয়া বিএনপির সদস্যরা হলেন- দলটির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঢাকা পোস্টকে বলেন, আগামী ১ মার্চ হোটেল লেকশোরে সুর্বণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের দাওয়াত কার্ড প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে।
এর আগে সকালে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আজই প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ড পৌঁছে দেওয়া হবে। সে অনুযায়ী সন্ধ্যায় কার্ড পৌঁছে দেওয়া হয়।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, অবশ্যই প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হবে। আজই তাকে আমন্ত্রণপত্র পাঠানো হবে। জিয়াউর রহমানের বীর উত্তর খেতাব নিয়ে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান পদবি কারও দয়ায় অর্জন করেননি। কোনো সরকার বা ব্যক্তির অনুকম্পায় নয়, তিনি এটা অর্জন করেছিলেন একটা ঘোষণার মধ্য দিয়ে। একটা জাতিকে স্বাধীনতার যুদ্ধে অনুপ্রাণিত করে সেই ঘোষণার মধ্যে দিয়ে এ পদবি অর্জন করেছিলেন। তাকে এ খেতাব দিয়েছিল স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের সরকার। সুতরাং স্বাধীনতার ৫০ বছর পর সেটাকে তুলে নেওয়ার যে অপচেষ্টা তা জনগণ কোনো দিন মেনে নেবে না। আর বিএনপিতে সবচেয়ে বেশি সম্মুখযুদ্ধের মুক্তিযোদ্ধা আছে। আজ খালেদা জিয়া কারাবরণ করে আছেন তার একমাত্র কারণ হলো তিনি গণতন্ত্রকে মুক্ত করতে চান।
এএইচআর/জেডএস