ঘটনার ১৫ দিন পর শাল্লায় যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল
শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনার ১৫ দিন পর সেখানে পরিদর্শনে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
বিজ্ঞাপন
প্রতিনিধি দলে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
এ বিষয়ে সুজিত রায় নন্দী বলেন, আমরা দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নেতৃত্বে আগামীকাল সুনামগঞ্জের শাল্লায় যাচ্ছি।
বিজ্ঞাপন
গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় হামলাকারীদের ‘মদদদাতা’ হিসেবে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য স্বাধীন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
হামলার পরদিন স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়ের করা মামলাতেও স্বাধীনকে আসামি করা হয়। ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ সে সময় বলেছিল, ‘হেফাজতে ইসলামীর অনুসারীরা’ ওই হামলা চালায়।
এইউএ/এফআর