ড. খন্দকার মোশাররফ হোসেন

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস হোসেন। বুধবার (৩১ মার্চ) তার করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে। 

বিএনপির চেয়ারপারসন মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস হোসেন করোনা আক্রান্ত। বুধবার রাতে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, দলের সিদ্ধান্ত ছিল খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী করোনা আক্রান্তের বিষয়টি মিডিয়াকে জানানো হবে না। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ডাক্তারের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিষয়টি নিয়ে গণমাধ্যম এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়ে দেন। পরে বাধ্য হয়ে দলের পক্ষে থেকে বিষয়টি জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও  মহাসচিব ডা. মো. আব্দুস সালাম খন্দকার মোশাররফ হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থ দীর্ঘায়ু কামনা করেছেন। 

এএইচআর/ওএফ