ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (০৪ জানুয়ারি)। লড়াই, সংগ্রামের দীর্ঘ পরিক্রমায় ৭৪ বছরে পদার্পণ করল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই ঐতিহ্যবাহী সংগঠন।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ১৯৪৮ সালে বাংলা ভাষার প্রশ্নে আন্দোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ছাত্রলীগ।
বিজ্ঞাপন
দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ছাত্রলীগ ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালির পক্ষে গণরায় আদায়, ৫৮ তে জেনারেল আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’তে বাঙালির মুক্তির সনদ ৬ দফার পক্ষে গণজোয়ার সৃষ্টি, ৬৯’র ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব সামরিক জান্তার কবল থেকে বঙ্গবন্ধুর মুক্তিতে অবদান রাখে। এছাড়া ৭০’র নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ও একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে লালসবুজের বিজয় অর্জনেও অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ।
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এ বছর সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা জানিয়েছে ছাত্রলীগ।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় কার্যালয়ে ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করবেন নেতা-কর্মীরা। সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা হবে।
সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেবে।
আগামী ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। ৮ জানুয়ারি অপরাজেয় বাংলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।
এসআরএস