গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে বৈঠক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের ছবি এবং প্রকাশিত বই সংগ্রহ করে প্রদর্শনী করবে বিএনপি। সারাদেশে এ প্রদর্শনী সাজসজ্জার মধ্য দিয়ে করা হবে। 

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ছবি ও প্রকাশিত বই সংগ্রহ করে প্রদর্শনী করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। 

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব ইমরান সালেহ প্রিন্স, কমিটির সদস্য খায়রুল কবির খোকন, নাজিম উদ্দীন আলম প্রমুখ।

এএইচআর/এইচকে