৫ জানুয়ারির নির্বাচন: বিএনপির কালো পতাকা উত্তোলন
বিএনপির লোগো
দশম সংসদ নির্বাচনে একতরফা ভোট হয়েছে উল্লেখ করে সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা ওড়াচ্ছে বিএনপি। মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশে বিএনপির সব দলীয় কার্যালয়ে এ পতাকা উত্তোলন করে দলটি।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট একতরফা হয়েছে বলে অভিযোগে করে বিএনপি। এরপর থেকে প্রতিবছর ৫ জানুয়ারি দলীয় কার্যালয়গুলোতে এ কর্মসূচি পালন করে আসছে দলটি।
বিজ্ঞাপন
সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল। তারপরও জনগণের দাবিকে উপেক্ষা করে একতরফা ভোটারবিহীন নির্বাচন হয়। ভোটারহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কলঙ্কিত অধ্যায়কে ঘৃণার সঙ্গে স্মরণ করতে ৫ জানুয়ারি সারাদেশে কালো পতাকা উত্তোলন করা হচ্ছে।
বিজ্ঞাপন
জানা গেছে, দলের নেতাকর্মীরাও আজ পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একইসঙ্গে কালো ব্যাজ ধারণ করছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবীর রিজভী গতকাল বলেছিলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ও মন্ত্রী, বিশেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন প্রেস ব্রিফিংয়ে বিএনপির বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেওয়াকেই নিজেদের একমাত্র রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন। কারণে-অকারণে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে এই মিথ্যাচার জনগণের কাছে ওবায়দুল কাদেরকে একটি হাস্যকর চরিত্রে পরিণত করেছে।
তিনি ভোটের অধিকার রক্ষার জন্য দলীয় নেতাদের সংগঠিত হওয়ার ওপর জোর দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জন করেছিল। আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ১৭টি দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৫৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়।
পিএসডি/এফআর