পদত্যাগের দাবিতে ইসি কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বাম জোটের
নির্বাচন কমিশন ও বাম জোট/ ফাইল ছবি
নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে কমিশন কার্যালয় ও সারাদেশের জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
এক বিবৃবিতে তারা এ ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগে সকাল ১১টায় নিউরো সায়েন্স হাসপাতালের সামনে জমায়েত হবেন বাম জোটের নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন বলেন, বাম গণতান্ত্রিক জোট ৬ জানুয়ারি (বুধবার) নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এবং জেলায় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে করবে।
বিবৃতিতে জোটের নেতারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে এবং সেই ভোটকে বৈধতা প্রদান করার মধ্য দিয়ে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তার সব ধরণের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা হারিয়েছে। এই কমিশন শুধুমাত্র তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয়নি, তারা নানারকম অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
বাম জোটের নেতারা বলেন, এই কমিশন নৈতিকভাবে স্খলিত। আর কোনো নির্বাচন পরিচালনার নৈতিক কর্তৃত্ব অবশিষ্ট নেই। তাই অবিলম্বে এই কমিশনকে পদত্যাগ করতে হবে।
এএইচআর/এসআরএস