‘আজব’ স্বাস্থ্যমন্ত্রী থাকতে ভ্যাকসিন আসবে? প্রশ্ন মান্নার
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, পৃথিবী অনেক দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি। এরকম একটা আজব স্বাস্থ্যমন্ত্রী থাকতে ভ্যাকসিন কি আসবে?
আজ (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদল আয়োজিত 'ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
বিজ্ঞাপন
মান্না আরও বলেন, সরকার বলেছে জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলছে আমরা সরকারের সাথে সরকারি চুক্তি করেছি। তার দলের আরেকজন এমপি বলেছেন সরকারের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি। ভ্যাকসিন যদি না আসে, তাহলে তোমাদের (সরকারের) জন্য যে ভ্যাকসিন দরকার সে ভ্যাকসিন তোমাদের দেওয়া হবে।
ভ্যাকসিন ক্রয়ের চুক্তির বিষয়ে তিনি বলেন, ভারত ২ ডলারে ভ্যাকসিন কিনবে। বাংলাদেশ কিনবে ৫ ডলারে। বাকি তিন ডলার কোথায় যাবে? এই তিন ডলার যাবে দরবেশদের কাছে।
বিজ্ঞাপন
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকাটির ভারতের উৎপাদনের দায়িত্ব পেয়েছে সেরাম ইনস্টিটিউট। আর এই টিকা তাদের কাছ থেকে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আমদানি করে সরবরাহ করবে বাংলাদেশে। এ টিকা জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর।
নাগরিক ঐক্যের এই আহ্বায়ক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- আদর্শহীন হলে দেশ গড়া যাবে না, নীতিহীন হলে দেশ গড়া যাবে না। তিনি (প্রধানমন্ত্রী) যে ক্ষমতায় আছেন, সেটা কি নীতির ভিত্তিতে আছেন? যেভাবে দেশ চালাচ্ছেন সেটা কোন নীতির ভিত্তিতে?
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, সে নির্বাচনে এমন একটা পরিবেশ তৈরি করা হয়, সেখানে কোনো রাজনৈতিক দল অংশ গ্রহণ করেনি। ওটা একটা ভুয়া নির্বাচন। ওই নির্বাচন মানা যাবে না। আমরা গত ১২ বছর ধরে অনেক কথা বলেছি। যেসব কথা বলেছি তার একশ ভাগের একভাগও যদি বাস্তবায়ন হতো তাহলে এ সরকার ক্ষমতায় থাকতে পারতো? আমরা সেই কাজগুলো বাস্তবায়িত করতে পারিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, কৃষকদল নেতা গোলাম সারোয়ার সরকার প্রমুখ।
এমএইচএন/এনএফ