ডা. মুরাদ হাসান বলেন, হেফাজতে ইসলাম ঢাকা শহর অচল করে দেওয়ার ডাক দিয়েছিল। সরকার পতনের ডাক দিয়েছিল। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। সেদিনের ইতিহাস দেশের মানুষ ভুলে নাই, ভুলবে না। দেশে তখন অস্থির অবস্থা চলছিল। দেশের মানুষ শঙ্কার মধ্য দিয়ে সময় অতিক্রম করছিল। 

তখন সৈয়দ আশরাফুল ইসলাম খুব স্বল্প ভাষায় সকল মিডিয়াকে বলেছিলেন, '১০ মিনিটের মধ্যে শাপলা চত্বর খালি করতে হবে। এ ধরনের কর্মসূচি আর কখনো দেশের কোথাও করতে দেওয়া হবে না।' এভাবে হেফাজতে ইসলামের নীল নকশা ধূলিস্যাৎ করে দিয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক হলে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রয়োজনের বেশি কথা বলতেন না সৈয়দ আশরাফুল ইসলাম। মিডিয়ার সামনে রাষ্ট্র ও সংগঠনের প্রয়োজন ছাড়া কথা বলতেন না। তার মত মৃদুভাষী ও সৎ মানুষ উপমহাদেশের রাজনীতিতে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, তিনি রাজনীতিতে সবার উদাহরণ হয়ে আছেন। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু একাডেমী সভাপতি নাজমুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অ্যাডভোকেট সামসুল হক প্রমুখ।

এইচএন/ওএফ