তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ উপ নির্বাচনের ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাপার বনানী কার্যালয় থেকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে। সোমবার (৭ জুন) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। 

নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচনের ইভিএমে ভোট ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ গত ১১ মার্চ, ঢাকা-১৪ আসনের আসলামুল হক গত ৪ এপ্রিল ও কুমিল্লা-৫ আসনের আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যান।

এএইচআর/ওএফ