‘স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন/ ফাইল ছবি
আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ স্বাধীনতার পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে দেশকে পেছনে নিয়ে যেতে স্বাধীনতাবিরোধী অপশক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। সব ষড়যন্ত্র প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিজ্ঞাপন
বুধবার (৬ জানুয়ারি) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলেই কেবল উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
বিজ্ঞাপন
তিনি আশ্বাস দিয়ে বলেন, এলাকার নদী খনন ও সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হবে। বন বিভাগের উপযুক্ত জায়গা পেলে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
এসময় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, সাবেক সংসদ সদস্য মো: আব্দুল মুনীম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচএন/এসআরএস