ভারতীয় হাইকমিশনের সামনে ফেলানীর ভাস্কর্য স্থাপনের আহ্বান
সীমান্ত আগ্রাসনবিরোধী সভায় বক্তব্য দিচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
ঢাকার গুলশান-১-এ অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনের রাস্তায় কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর ভাস্কর্য স্থাপনের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেছেন, ‘ফেলানী হত্যা দিবসে আমাদের নিজেদের স্বার্থে দুটি ভাস্কর্য করতে হবে। একটা কুড়িগ্রামের সীমান্তে, যেখানে তাকে হত্যা করা হয়েছে। আরেকটা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তায়।’
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাজধানীর শিশুকল্যাণ মিলনায়তনে ‘ফেলানী হত্যা দিবসে’ সীমান্ত আগ্রাসনবিরোধী সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী।
বিজ্ঞাপন
ডা. জাফরুল্লাহ বলেন, ‘ভাস্কর্য উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকতে হবে। তাহলে বোঝা যাবে তার দেশের প্রতি কতটা দরদ আছে। বোঝা যাবে তিনি কি সত্যিকারার্থে শেখ মুজিবুর রহমানের স্পিডের কন্যা, নাকি ভারত সরকারের পুতুল কন্যা। আর ভারতীয় দূতাবাসের সামনে রাস্তার নাম হওয়া উচিৎ ফেলানী।’
দেশের আলেম সমাজের উদ্দেশ্য ডা. জাফরুল্লাহ বলেন, ‘বিয়ে এবং জানাজা পড়ানোর দিকে নজর না দিয়ে জনগণের অধিকার আন্দোলনের জন্য সোচ্চার হোন।’
‘বাংলাদেশ এখন প্রতারণা ও লুটপাটের স্বর্গরাজ্য’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন ইউরোপে যেখানে দুই ডলার, আমাদের এখানে সাড়ে ৪-৫ ডলার। ভ্যাকসিন উৎপাদনে ব্যয় খুব কম। যদি এক ডলার দাম হয় তাহলে ৪০ টাকা লাভ হবে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যদি ভ্যাকসিনের দাম দুই টাকা হয় তাহলে আমাদের এখানে পাঁচ ডলার কেন? কারণ আমরা চুরি করি, দুর্নীতি করি, সেই কারণে ভ্যাকসিনের দাম বাড়ছে।’
ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘আজ সবাইকে উপলব্ধি করতে হবে কেন আমি ভোট দেব? কেন আমারা ভোট চাই? এই দেশের মালিক আমরা। তাই যদি হয় তাহলে দেশের পরিচালনায়, শাসনে আমাদের বক্তব্য রাখার অধিকার থাকতে হবে। সমালোচনা করার অধিকার থাকতে হবে। শাসকদের জবাবদিহি করার অধিকার থাকতে হবে।’
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি নুরুল হক নুর, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
এএইচআর/এফআর