‘করোনা টিকা নিয়ে মানুষের উৎকণ্ঠা কমছে না’
জাতীয় পার্টির মতবিনিময় সভা
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, করোনার টিকা আবিষ্কার হলেও তা নিয়ে দেশের মানুষের উৎকণ্ঠা কমছে না। তারা জানেননা কবে, কীভাবে টিকা পাবেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে জাতীয় পার্টি, খুলনা বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
জিএম কাদের বলেন, সরকার ভারতের সঙ্গে তিন থেকে পাঁচ কোটি টিকার চুক্তি করেছে। তাতে দেড় থেকে আড়াই কোটি মানুষ হয়তো টিকা পাবে। কিন্তু বাকি ১৫-১৬ কোটি মানুষ কীভাবে টিকা পাবে তা কেউই জানেনা।
তিনি বলেন, করোনার নতুন ধরন আবিষ্কার হয়েছে। এর বিস্তার বেড়ে গেলে দেশের মানুষের অবস্থা ভয়াবহ হবে। জেলা ও বিভাগীয় শহরে করোনার কোনো চিকিৎসা নেই।
বিজ্ঞাপন
রাজধানীর দুয়েকটি সরকারি হাসপাতালে করোনার চিকিৎসা আছে উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি পর্যায়ে বেশ কিছু হাসপাতালে করোনার চিকিৎসা রয়েছে। কিন্তু সেগুলো এতোই ব্যয়বহুল যে, সাধারণ মানুষের পক্ষে চিকিৎসা নেওয়া সম্ভব না।
জাপা চেয়ারম্যান বলেন, করোনা প্রতিরোধে টিকা সরবরাহ, পরিবহন ও বিতরণে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা কেউ জানেনা। কারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন তারও কোনো নীতিমালা আছে বলে আমাদের জানা নেই।
দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম হওয়ার কারণ হিসেবে ভেজাল খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কৃতিত্ব নেই। এখনো হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই।
জাতীয় পার্টির সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক সুমন আশরাফের সঞ্চালনায় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এএইচআর/এসআরএস