বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগামী ২-১ দিনের মধ্যে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হবে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মোমিনুর রহমান সুজন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল স্থায়ী পেসমেকার স্থাপনের পর ধীরে ধীরে স্যারের শরীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি এখন পুরোপুরি রেস্টে আছেন। ডাক্তারদের পরামর্শে আজকে এখনও কেউ দেখা-সাক্ষাৎ করতে যায়নি। গতকাল অপারেশন শেষে তিনি সবার সঙ্গে হালকা কথাবার্তা বলেছেন। তবে নিজে মুখে খাওয়া-দাওয়া করতে পারছেন না।

গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিন কমে গেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির ঢাকা পোস্টকে বলেন, মওদুদ আহমদ টুকটাক জরুরি কথাবার্তা বলছেন। অবস্থা এখন আগের চেয়ে উন্নতির দিকে।  

মওদুদ আহমেদের চিকিৎসার নিয়মিত খোঁজ রাখছেন বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন প্রায় প্রত্যেকদিন হাসপাতালে গিয়ে দেখে আসেন মওদুদ আহমেদকে।

ডা. জাহিদ বলেন, স্থায়ী পেসমেকার স্থাপনের পর মওদুদ আহমদের শরীরিক অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ৬ জানুয়ারি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন এবং তার সঙ্গে কথা বলেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এএইচআর/এইচকে