ভূমিহীনদের ঘর পুনর্নির্মাণের দাবি বিএনপির
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে ভূমি ও গৃহহীন পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার দাবী করছে বিএনপি। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত গরীব ও ভূমিহীনদের ঘর পুনর্নির্মাণ করে দেওয়ার দাবি জানানো হয়।
শনিবার (১০ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
বিজ্ঞাপন
‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’-এই প্রবাদের প্রসঙ্গে টেনে প্রিন্স বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি, লুটপাট এমন পর্যায়ে পৌঁছেছে যে এই প্রবাদটি বর্তমানে বাংলাদেশের বেলায় অতি প্রযোজ্য। মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রাম-গঞ্জের ছোট প্রজেক্ট, সব জায়গায় দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চলছে।
বিএনপির এই নেতা বলেন, ভূমিহীন গরীব মানুষের জন্য নির্মিত ঘর যা ঢাক-ঢোল পিটিয়ে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সেই ঘর নিয়েও যে সীমাহীন দুর্নীতি, লুটপাট ও দলীয়করণ হয়েছে তা গণমাধ্যমের কল্যাণে জাতি তা জানতে পেরেছে। ঘরগুলো হস্তান্তরের আগেই বা পরে দু’তিন মাস যেতে না যেতেই ধসে পড়ছে। তাতেই প্রমাণিত হয়, দেশে উন্নয়নের নামে হরিলুট চলছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মাটি দিয়ে ঘর নির্মাণ করে হস্তান্তরের দুর্নীতি, অনিয়ম, লুটপাট ধরা পড়লে সরকারের মন্ত্রী ও নেতারা জিরো টলারেন্সের কথা বলেন। কিন্তু লুটপাটকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে জনগণের টাকা আত্মসাৎ করার সুযোগ করে দিয়ে নিজেরা যে মহাদুর্নীতি করছেন, সেটা তারা বেমালুম ভুলে যান। জনগণের ভোট ছাড়াই অনুগত প্রশাসন দিয়ে দিনের ভোট রাতে করে জোর করে জনগণের কাঁধে চেপে বসেছে সরকার। তাদের দ্বারা দুর্নীতি রোধ দূরের কথা, দেশ আজ দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান প্রিন্স।
এএইচআর/ওএফ