জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন গোলাম মোহাম্মদ কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, প্রয়োজনে ভারতের পাশাপাশি বিকল্প উৎস থেকেও করোনা প্রতিরোধে ভ্যাকসিন আমদানি করতে হবে। ১৬ থেকে ১৮ কোটি মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে বিকল্প উৎসের সঙ্গে সরকারিভাবে যোগাযোগ থাকতে হবে।

রোববার (১০ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং মুন্সিগঞ্জ জেলার সাংগঠনিক সভার এসব কথা বলেন তিনি।

প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়ে জি এম কাদের বলেন, ভ্যাকসিন সংরক্ষণ, পরিবহন ও বিতরণে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে। কোটি কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় লোকবলকে এখনই প্রশিক্ষণ দিতে হবে।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রতিটি সরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। এখন শুধু বেসরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে, যা অত্যন্ত ব্যয়বহুল। আবার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতেও তদবির করতে হচ্ছে। এ কারণে উপজেলা, জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে করোনা সুচিকিৎসা জরুরি হয়ে পড়েছে। মানুষ যেন সবচেয়ে কাছের হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে।

‘জাতীয় পার্টি আগামীদিনে একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি’ বলেও উল্লেখ করেন জি এম কাদের। বলেন, ‘বিএনপিনেত্রী মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন, তিনি রাজনীতির বাইরে আছেন। আবার তাদের আরেক শীর্ষনেতা দেশের বাইরে, দলে তার গ্রহণযোগ্যতা নেই। বিএনপির রাজনৈতিক নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। ঢাকার সাবেক এক মেয়র বর্তমান মেয়রকে দুর্নীতিবাজ ও অযোগ্য ঘোষণা করেছেন প্রকাশ্যে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের এক শীর্ষনেতার ভাই যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ বুঝতে পেরেছে তাদের বর্তমান অবস্থা। এমন বাস্তবতায় দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। তারা আমাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চান। ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়তেই জাতীয় পার্টির রাজনীতি। করোনার আগে দেশে সাড়ে চার থেকে পাঁচ কোটি বেকার ছিল, এখন বেকার বা আধা-বেকারের সংখ্যা কেউ জানে না।

জাতীয় পার্টির নির্বাহী সদস্য বাহাদুর ইসলাম ইমতিয়াজের রোগমুক্তি কামনায় এ সময় দোয়া করা হয়।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বর্তমান সরকার একসময় বলছে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন, বাংলাদেশ খাদ্য রফতানি করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করছে। এতে প্রমাণ হয়, সরকার যা বলে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই।
জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, হুমায়ুন খান, সাইফুল ইসলাম, সৈয়দ ইফতেকার আহসান হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এএইচআর/এমএআর