মানববন্ধনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচন না করতে  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা শেখ হাসিনার কাছে দস্তখত ও মুচলেকা দিয়েছেন। তার এক চোখ কানা ও এক কান বধির। তিনি শুধু প্রধানমন্ত্রী ও তার কার্যালয়ের লোকজনকে দেখতে পান।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন । নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।  

রিজভী বলেন, জনগণ-ভোটার-নির্বাচন, নির্বাচনে ডাকাতি, কারচুপি, জালিয়াতি, দিনের ভোট রাতে এগুলো সিইসি দেখতে পান না। যদি তিনি দেখতে পেতেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সুস্থ ভোটারদের নিরুদ্দেশে পাঠানো হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি প্রার্থীকে কুপিয়ে আহতের অভিযোগ তুলে রিজভী বলেন, এরা কত বড় কাপুরুষ, কত বড় দূর্বৃত্ত যে ২০১৮ সালে এক নারীকে গুলি করে চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু তখনও গুরুত্ব দেয়নি নির্লজ্জ নির্বাচন কমিশন। যদি দিতো তাহলে এ ধরণের ঘটনা ঘটতো না।

সিইসি নুরুল হুদা তার আত্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিক্রি করেছে বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ঢাকার ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ভোট ডাকাতি, দূর্বত্তদের সন্ত্রাসীপনাসহ সব ঘটনা নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। নির্লজ্জ আত্মা বিক্রিকারী সিইসি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, সঠিক হয়েছে।

রিজভী বলেন, যে লোক খারাপ সে সবদিক দিয়ে খারাপ। যে আত্মা বিক্রি করতে পারে তার কিছুই নেই। যে সত্য কথা বলতে পারেনা সে টাকাও চুরি করতে পারে। এই কমিশনের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেছে দেশের ৪১ জন বুদ্ধিজীবী। এটা তিনি পাত্তাই দেননি। কারণ ক্ষমতা দরকার আর শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার জন্য এরকম নির্বাচন কমিশন দরকার।

নির্বাচন কমিশনের নিজস্ব আইনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের যথেষ্ট ক্ষমতা রয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, বিচার বিভাগে কালো মানিকদের মত লোক বসানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার তিনি তাই করেছেন। শেখ হাসিনার যা যা দরকার এরা তাই করবে। যদি কেউ বিদ্রোহ করে সত্য কথা বলে তাহলে এসকে সিনহার মতো পরিণতি ভোগ করতে হবে। তাই কেউ সত্য বলার সাহস করছেন না।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এএইচআর/এসআরএস