এক-এগারোর অপশক্তির সঙ্গে মিলে গেছে আ.লীগ: আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সংগৃহীত ছবি
২০০৭ সালের ১১ জানুয়ারির ‘অপশক্তির’ সঙ্গে আওয়ামী লীগ মিলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে ‘এক-এগারো— বিরাজনীতিকরণের ধরাবাহিকতায় চলমান ফ্যাসিবাদ: গণতন্ত্রই মুক্তির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় আমীর খসরু এ মন্তব্য করেন। বিএনপি আয়োজিত এ ভার্চুয়াল আলোচনাসভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগই সবচেয়ে বেশি খুশি হয়েছিল উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে কোনও সময় স্বচ্ছ রাজনীতি করেনি, জনগণের ওপর নির্ভর করে, সংবিধানসম্মত রাজনীতি করেনি। সেই ধারা অব্যাহত আছে। ২০০৭ সালের এক-এগারোতে তারা একই কাজ করল। সামরিক বাহিনী, অগণতান্ত্রিক অপশক্তি ও দেশদ্রোহীদের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সব সময়ই অগণতান্ত্রিক শক্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। শান্তিপূর্ণ প্রক্রিয়ার রাজনীতিতে তারা কোনও সময় বিশ্বাস করেনি। তারাই এক-এগারোর অপশক্তির সঙ্গে মিলেছে। বাকশালীয় শক্তিতে ফিরে এসেছে। এখনও একই শক্তি অব্যাহতভাবে কাজ করছে।’
বিএনপি নেতা খসরু দাবি করেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা- গণতন্ত্রের জন্য মৌল আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অর্থনৈতিক মুক্তি।’
তিনি বলেন, ‘বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, পুরো জাতিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। মানুষ বাংলাদেশকে গণতান্ত্রিক সাংবিধানিক পথে দেখতে চায়। তারেক রহমান সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই গন্তব্যস্থলে কেউ ডানে, কেউ বামে- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। এখন সমস্ত জাতিকে এক করে জাতির আকাঙ্ক্ষা পূরণের শপথ নিতে হবে।’
এএইচআর/এইচকে