সংগৃহীত ছবি

জাতিকে বিভাজনের অন্যতম অস্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এমনটাই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরকে বলা হয় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। আর যারা রাতের আঁধারে ভোট করে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

শনিবার (১৬ জানুয়ারি) ধানমন্ডি-২৭ নম্বর এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘২০২০ এর জন্য মহান আল্লাহর প্রতি শোকরিয়া, ২০২১ এর জন্য আল্লাহ নিকট দোয়া প্রার্থনা’ শীর্ষক দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

আসিফ নজরুল বলেন, আমরা ভুয়া মুক্তিযোদ্ধার খুব গর্জন শুনি, মুক্তিযুদ্ধের চেতনার ভুয়া গর্জন শুনি, ভুয়া স্লোগান-ভুয়া ব্যাখ্যা দেখি। সারাদেশে এখন যতটা বিভাজিত আছি, এতটা আগে কখনই ছিলাম না। যারা গণতন্ত্র দেয় না, বৈষম্য সৃষ্টি করে, দেশের সম্পদ লুট করে, তারাই এখন সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি। দেশের ইতিহাসে মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় বিরোধী শক্তি বর্তমানে ক্ষমতায় আছে।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ১০০ বছর ক্ষমতায় থাকলে আপত্তি নাই বলে মন্তব্য করে তিনি আরও বলেন, আমার কথা হচ্ছে এ দেশটা আওয়ামী লীগ বা বিএনপির না। দেশটি ১৬ কোটি মানুষের। একটা জিনিস দেখে যেতে চাই যে, মানুষ ভোটাধিকার পেয়েছে।

বিএনপির সরকারের আমলে মাগুরার একটি আসনে কারচুপির পরে সব দল রাজপথে নেমে এসেছিলো উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তখন কে কোন দল করে তা দেখেননি। সবাই প্রতিবাদ করেছে। এখন ৩০০ আসনের ভোট রাতে হওয়ার অভিযোগ রয়েছে। তারপরও আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন না।

এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এএইচআর/এমএইচএস