জাতীয় যুব কনভেনশনের ডাক ইসলামী আন্দোলনের
তৃতীয়বারের মতো শুক্রবার (২২ জানুয়ারি) জাতীয় যুব কনভেনশনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিন বলেন, জাতীয় যুব কনভেনশনের সব প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই যুব কনভেনশন সুন্দর সমাজ বিনির্মাণে যুবকদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দলটির পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় যুব কনভেনশনের তারিখ নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
নেছার উদ্দিন আরও বলেন, যুব কনভেনশনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির ব্যাপারে আশাবাদী। এই কনভেনশন দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী সংগঠন তৈরিতে সহায়তা করবে। এই কনভেনশন মাধ্যমে আমরা একটি নতুন বার্তা দিতে চাই তা হলো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে যুবসমাজ ঐক্যবদ্ধ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান।
বিজ্ঞাপন
এএইচআর/ওএফ