সংগৃহীত ছবি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুই বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। দলটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতার ৫০ বছর দলীয়ভাবে উদযাপনের জন্য দুই বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) জাসদ জাতীয় কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি। কর্মসূচির বিস্তারিত শিগগির সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

ইনু বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ ও জাতীয় উল্লম্ফনে সংগ্রাম আরও জোরদার করতে হবে। এছাড়াও ২০২২ সালে জাসদের ৫০ বছর পূর্তিতে দুর্নীতি ও বৈষম্যের অবসান করে সুশাসন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাসদের নেতা-কর্মীদের সংগ্রাম জোরদার করার আহ্বান জানান তিনি।

দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম এ সময় বক্তব্য রাখেন। এর আগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাসানুল হক ইনু। পরে গত ২১ জানুয়ারি করোনা নেগেটিভ আসলে হাসপাতাল ছেড়ে বাসায় যান তিনি।

এএইচআর/এমএইচএস