গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদ
প্রেসক্লাবের সামনে মূল্যবৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদ /ছবি- ঢাকা পোস্ট
করোনা মহামারির মধ্যেই এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম বলেন, গত ১৪ জানুয়ারি সরকার এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য ত্রিপক্ষীয় গণশুনানির আয়ােজন করে। আগামী ২৪ তারিখে পক্ষে-বিপক্ষে মতামত দেওয়ার কথা বলা আছে। সরকারি এলপিজি কোম্পানি বর্তমানে প্রতি সিলিন্ডারের মূল্য নিচ্ছে ৬০০ টাকা। আর বেসরকারি এলপিজি কোম্পানিগুলাে ইচ্ছে মত দাম নিচ্ছে। দেশে বর্তমানে সরকারি একটি এলপিজি কোম্পানি আছে, আরও ৫৬টি বেসরকারি কোম্পানি আছে। তার মধ্যে ২৮টি কোম্পানি সারাদেশে এলপিজি গ্যাস সরবরাহ করছে। আটটি কোম্পানি ২৮টি বেসরকারি কোম্পানির কাছে থেকে গ্যাস ক্রয় করে সারাদেশে বিক্রয় করছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকারি এলপিজি কোম্পানি নতুন করে মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে যা প্রতি সিলিন্ডারের মূল্য ৭০০ টাকা এবং সরকারি টেকনিক্যাল কোম্পানি প্রস্তাব করেছে ৯৫০ টাকা, বেসরকারি এলপিজি কোম্পানি জোট প্রস্তাব করেছে এক হাজার ২৫০ টাকা। করোনাকালে গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের পকেট কাটা ছাড়া আর কিছু না। এটা জনগণ মানবে না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এলপিজি গ্যাসের এই মূল্যবৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই প্রস্তাব যদি পাশ হয় তাহলে করােনাকালীন সময়ে জনগণের বর্তমান দুরাবস্থার মধ্যে আরও ভোগান্তি বাড়বে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সােস্যাল ডেমােক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ, পিডিবি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সােনার বাংলা পাটির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ।
বিজ্ঞাপন
এইচএন/ওএফ