মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা সমস্যা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। 

আজ (বুধবার) জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এমন অভিযোগ করেন। 

ঢাকা-২০ আসনের এই সংসদ সদস্য বলেন, রোহিঙ্গা সমস্যার সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান। রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন। সেই মিয়ানমারের ১২ লাখ রোহিঙ্গাকে আজকে বাংলার মাটিতে আশ্রয় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, কিন্তু খালেদা জিয়া-জিয়াউর রহমানের আমলে এইখানে রোহিঙ্গাদের অস্ত্রের ট্রেনিং, তালেবান ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এইটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়েছে। এইখান থেকে অস্ত্রের ট্রেনিং দিয়ে ভারতে বিশৃঙ্খলা করতে পাঠানোর চেষ্টা করা হয়েছে। ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশকে দীর্ঘ দিন ভারতের সঙ্গে বৈরী অবস্থানে থাকতে হয়েছে। 

এই সংসদ সদস্য বলেন, আজকে বিএনপির যে নেতিবাচক রাজনীতি, আগামী নির্বাচনে তাদের অবস্থা মুসলিম লীগের চেয়েও খারাপ হবে। তারা হারিয়ে যাবে। 

বঙ্গবন্ধু সেতুর টোল বন্ধ করা উচিত
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বলেন, স্কুল কলেজগুলো খুলে দেওয়া দরকার বলে আমি মনে করি। সব কিছুই খুলে দেওয়া হয়েছে, আমি মনে করি এই স্কুল কলেজগুলো খুলে দিলে ভালো হয়। প্রধানমন্ত্রী সকল পদক্ষেপকে বাস্তবায়ন করে পৃথিবীতে উদাহরণ সৃষ্টি করেছেন- বাংলাদেশে এত বেশি জনবহুল হওয়া সত্ত্বেও আমাদের করোনা বেশি ক্ষতি করতে পারেনি। বঙ্গবন্ধু সেতুর টোল বন্ধ করা উচিত বলে আমি মনে করি। বঙ্গবন্ধু সেতু নির্মাণের যে খরচ তা উঠে গেছে। 

নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, বিরোধী দলের কয়েকজন বন্ধু নির্বাচন নিয়ে কথা বললেন। আমরা কি ভুলে গেছি সেই মাগুরা মার্কা নির্বাচন? আমরা কি ভুলে গেছি ঢাকা-১০ আসনের ফালু মার্কা নির্বাচন? একটি হোন্ডা, দুইটি গুন্ডা, নির্বাচন ঠান্ডা। দেশের মানুষ ভুলে যায়নি। 

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমা আক্তার বলেন, বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া না হলে এই ভ্যাকসিন নকল হয়ে যাবে। ভ্যাকসিন দেওয়ার জন্য একটি নীতিমালা করার অনুরোধ জানাই। মাদকের চাহিদা মেটাতে অনেক তরুণ-তরুণী ক্রমেই অপরাধপ্রবণ হয়ে উঠছে। 

এচাড়াও আলোচনায় অংশ নেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান প্রমুখ। 

এইউএ/এনএফ