এ সরকারের জন্য শান্ত থাকার কোনো উপায় নেই : মান্না
দেশে আজ কোনো ভোটাধিকার নেই দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায় মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর মেয়ে টাঙ্গাইলে অনশন করেছে। তিনি নিজেই ভোট দিতে পারেননি। এ জালিম সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ঈমানী দায়িত্বের মধ্যে পড়েছে। গুন্ডা, হুন্ডা দিয়ে ভোট এখন আর নাই। এখন পুলিশ-প্রশাসন নিজেরাই গুন্ডা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী অভিনয় করলে ভালো করতেন মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের পত্রিকা এবং টেলিভিশনের গলায় পাড়া দিয়ে তাদের কথা বলতে দিচ্ছে না। এ সরকারের একজন এমপি মানি লন্ডারিং করেছে, মানবপাচার করে বিদেশের মাটিতে ধরা পড়েছে। কোনো ব্যবস্থা নিয়েছে? প্রধানমন্ত্রীর অভিনয় দেখে মাঝে মধ্যে মনে হয়- তিনি কেন রাজনীতি করেন? অভিনয় করলে আরও ভালো করতেন।’
তিনি বলেন, ‘আপনারাই (আওয়ামী লীগ) স্বাধীনতার পরে ৭৩ থেকে ভোট ডাকাতি শুরু করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এরা যাবে কীভাবে? ভোটের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। সারা পৃথিবীতে এ ধরনের স্বৈরশাসনের পতন হয়েছে আন্দোলনের মাধ্যমে। আমাদেরও আন্দোলন করতে হবে। আমি নিজেও শান্ত লোক, কিন্তু এ সরকারের জন্য শান্ত থাকার কোনো উপায় নেই।’
বিজ্ঞাপন
সরকারের ‘মৃত্যু ঘণ্টা’ বেজে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘এখন আমাদের মূলত একটাই দাবি- হাসিনা সরকারের পতন এবং নতুন করে নির্বাচন দিতে হবে। এ লক্ষ্যে আপনারা যে যেখান থেকে দাঁড়াবেন, আপনাদের পাশে আমরা থাকবো। এ সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এরা যতো চুরি করেছে, যতো ডাকাতি করেছে, সেগুলো ফেরত দিতে হবে। যতো অত্যাচার করেছে, সবকিছুর বিচার হবে।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর নুরুল আমিন বেপারি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, খেলাফতে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা ফজলুল রহমান, জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রমুখ।
এইচএন/এসএম