রুশ আগ্রাসনের বিরুদ্ধে পর্তুগালে ইউক্রেন নাগরিকদের বিক্ষোভ
পর্তুগালের রাজধানী লিসবনে রাশিয়ান দূতাবাসে সামনে ইউক্রেনের নাগরিকরা বিক্ষোভ করেছেন। তারা রাশিয়ান সরকারের আগ্রাসনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিক্ষোভে অংশ নেন পর্তুগাল সহ বিভিন্ন দেশের মানুষ।
এ সময় ইউক্রেনের নাগরিকরা তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রার্থনা করেন। পাশাপাশি ইউক্রেনের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান। শুধু কিছু সাধারণ নিষেধাজ্ঞা নয়, বড় ধরনের নিষেধাজ্ঞা ও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে শরিক হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কষ্টাও ইউক্রেনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সরকারের পাশে থাকবেন। ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে তাকে ন্যাটোর বিধিনিষেধ মেনে চলতে হবে, সেই হিসেবে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। তবে তার সরকারের অবস্থান নিজ দেশের জনগণ এবং এখানে বসবাসরত ইউক্রেনের নাগরিকদের কাছে ব্যাখ্যা করেছেন।
পর্তুগালে প্রায় ২০ হাজারের মতো ইউক্রেনের নাগরিক রয়েছেন, তারা উৎকণ্ঠায় দিন পার করছেন। তাদের স্বজনদের বিষয়ে একজন বিক্ষোভকারী ঢাকা পোস্ট জানিয়েছেন, তার বাবা-মা রাজধানী কিয়েভের কাছে একটি শহরে বসবাস করেন। তারা এখনই মুহুর্মুহু গুলির শব্দ পাচ্ছেন। পর্তুগালে বসবাসরত ইউক্রেনের প্রত্যেক নাগরিকের স্বজনরাই শঙ্কায় দিন পার করছেন। তিনি আরও জানিয়েছেন, এ আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ লড়াই চালিয়ে যাবেন।
বিজ্ঞাপন
এসএসএইচ