যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত সুনামগঞ্জ জেলাবাসীর উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৮টায় বাংলাটাউন খ্যাত হ্যামট্রামিক শহরের রেশমী রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলার প্রবাসীরা এক ছাতার নিচে একত্রিত হয়ে নিজেদের বন্ধন মজবুত করার লক্ষ্যে এ সভায় মিলিত হন।

সভায় বক্তারা বলেন, জালালাবাদ সোসাইটি বৃহত্তর সিলেটের চার জেলা নিয়ে গঠিত। মিশিগানে সুনামগঞ্জবাসীর বিশাল বসবাস। মিশিগানে জালালাবাদ সোসাইটি প্রতিষ্ঠায় সুনামগঞ্জ প্রবাসী অনেকের যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু এবারের উপদেষ্টা কমিটি ও নির্বাচন কমিশনে সুনামগঞ্জ থেকে কাউকে না রাখায় বক্তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

সুনামগঞ্জ প্রবাসী মুরুব্বি বাবুল আহমদ বাচ্চুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন মোহাম্মদ মুতালিব।

এসময় বক্তব্য রাখেন মিশিগান জালালবাদ সোসাইটি প্রতিষ্ঠাকালীন বিলডিং দাতা মোহাম্মদ সাইদুর নূর, মিশিগান জালালাবাদ সোসাইটির সাবেক দুই বারের নির্বাচিত সেক্রেটারি আজাদ খান, প্রবাসী মুরুব্বি গোলাম কিবরিয়া চৌধুরী বাবু, হেলাল চৌধুরী, আব্দুল মালিক, আব্দুস সোবহান, সাবেক মেব্বার আক্তার হোসেন, আছকির মিয়া, সাবেক মেম্বার হাবিব চৌধুরী, হাজী জাকির খান, ফারুক আহমদ, নরুল ইসলাম, আবু জুবের, মোহাম্মদ সাইফুল আমিন, মন্জুরুল করিম তুহিন, সেলিম আহমদ, রাসেল মিয়া।

আরও বক্তব্য রাখেন মোহাম্মদ জুবায়ের আহমদ, জাইক চৌধুরী, আমিন উদ্দিন, শুয়েব খান, শামসুল হুদা পাশা, মারুফ খান, ইজাজুল হোসেন, মৃদুল কান্তি সরকার, রাজেল তালুকদার, এনামুল হক, সাব্বির আহমদ, মোহাম্মদ সামাদ, শাহ সেবুল আহমদ, জাকির হোসেন, মোহাম্মদ আবু ছালেহ, আলী আহসান, আক্তার হোসেন প্রমুখ।

পুরো জেলার প্রবাসীকে ঐক্যবদ্ধ করাসহ গ্রীষ্মকালীন গ্রেডটুগেদার করার জন্য বড় পরিসরে আগামী ২২ মে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে রেশমী রেস্টুরেন্টে পুনরায় সভা আহ্বান করা হয়েছে। এতে মিশিগানে বসবাসরত সুনামগঞ্জ জেলার প্রবাসীদের উপস্থিত থাকতে আহ্বান করা হয়েছে।

এসএসএইচ